ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৮ টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমে দাড়ায় ৬৬ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ১৯ শতাংশ কমেছে।
বেশ কিছুদিন ধরে দেশের শেয়ারবাজারে চাঙ্গাভাব বজায় ছিলো। গতকালও সূচকের সঙ্গে লেনদেনেও ব্যাপক উত্থান হয়েছিলো। তবে আজ শেষ কার্যদিবসে ডিএসইতে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। আজকের মিশ্র বাজারে আগ্রহের তলানিতে পড়েছে বসুন্ধরা পেপার মিলস।
দেশের পুঁজিবাজারে ২০১৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ২০২১ সালে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের ৮ দশমিক ৮৯ শতাংশ, জেএমআই হসপিটালের ৬ দশমিক ৯২ শতাংশ, সিনোবাংলার ৬ দশমিক ৭৪ শতাংশ, এপেক্স ফুডের ৬ দশমিক ৪২ শতাংশ, শাহজিবাজারের ৬ দশমিক ৩০ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৬ দশমিক ২৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫ দশমিক ৯৬ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫ দশমিক ৮২ শতাংশ এবং ন্যাশনাল পলিমারের শেয়ার দর ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে।