এক নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। যে সম্পর্কের পরিণয় না ঘটলেও আলোচনা ছিল তুঙ্গে। তবে বর্তমানে নাকি কারও সঙ্গে প্রেম করছেন না ভাবনা। প্রেম করার মত কোনো সময়ও নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।
ভাবনা বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।