রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ে দুর্দান্ত ঢাকা – Sharemarket24.com

রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ে দুর্দান্ত ঢাকা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রংপুর রাইডার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচেও হারের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানরা। প্রতিযোগিতায় টিকে থাকতে তাই জয়ের বিকল্প নেই রাইডার্স বাহিনীর। এমন ম্যাচে ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে রংপুর রাইডার্স।

শনিবার (২৭ জানুয়ারী) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

রংপুর রাইডার্স একাদশ: বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

দুর্দান্ত ঢাকা একাদশ: ধানুশ গুনাথিলাকা, সাইম আইয়ুব, মোহাম্মদ নাঈম শেখ, ইরফান শুকুর, অ্যালেক্স রস, আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), লুইস ক্রুসপুলে, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম।